মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ভাইয়া গ্রুপের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি স্বাক্ষর 

যাযাদি ডেস্ক
  ১৬ জুলাই ২০২৪, ১৮:২০
ছবি-যায়যায়দিন

এমপ্লয়ি ব্যাংকিং সুবিধার পরিধি সুবিস্তৃত করতে সম্প্রতি ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও মেঘনা ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি চুক্তি সই অনুষ্ঠানটি মেঘনা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও ভাইয়া হাউজিংয়ের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী ও মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কাজী আহ্সান খলিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইয়া হাউজিংয়ের জি এম একাউন্টস্ মফিজুল ইসলাম মাসুদ, মেঘনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ ইউনিট লার্জ কর্পোরেট মাকসুদ আলম তানভীরসহ উভয় গ্রুপের ঊর্ধতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের শিল্পোন্নয়নে অনবদ্য অবদান রেখে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ভোগ্য পণ্য ব্যবসায় ভাইয়া গ্রুপ ছিল অগ্রদূত। একই সাথে রপ্তানিমুখী একের পর এক শিল্প স্থাপন করে ব্যাপক কর্মসংস্হান সৃষ্টি করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্যবসায়িক গ্রুপটি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে