ছুটির পর গাজীপুরের পোশাক কারখানা গুলোতে কর্মচাঞ্চল্য

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ১৯:১৪

গাজীপুর মহানগর প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সাধারণ ছুটির কারনে তিনদিন বন্ধ থাকার পর আজ বুধবার গাজীপুরের পোশাক কারখানা গুলো খুলেছে। কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। 

শ্রমিক-কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

কোটা বিরোধী আন্দোলনের সময় গত শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানের মতো গাজীপুরেও ব্যাপক সহিংসতা হয়। পরে রোববার থেকে তিনদিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে গাজীপুরের পোশাক কারখানাসহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। 

গাজীপুরে একাধিক পোশাক শ্রমিকরা বলেন, গত বৃহস্পতিবার কারখানার বেতন প্রদান করে বিকাশের মাধ্যমে, তবে টাকা আসলেও শনিবার থেকে ইন্টারটে বন্ধ থাকায় টাকা তুলতে পারিনি। 

এজন্য নিজেদের বাজার করার টাকাও ছিলনা। এখন স্বাভাবিক পরিস্থতি হওয়ায় আশা করছি অর্থ কষ্ট দূর হবে। ইন্টারনেট সংযোগ না থাকায় তিনদিন অলস সময় পার করেছি। বাসায় শুয়ে বসে থাকতে থাকতে অসহ্য লাগছিল। কারখানা খোলায় এখন ভাল লাগছে। এলাকার সার্বিক অবস্থাও এখন শান্ত-সৃষ্ট।

যাযাদি/ এম