শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

জলবায়ু পরিবর্তন : বছরে ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো

যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৯
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে ৩০ হাজার কোটি ডলার সহায়তা দিতে একমত হয়েছে ধনী দেশগুলো, যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ ২৯) শেষ মুহূর্তে এই চুক্তি হয়।

সমঝোতা অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর এই সহায়তা দেওয়া হবে। ধনী দেশগুলোর জলবায়ু তহবিলে জমা করা অর্থ দিয়ে দরিদ্র দেশগুলো তাদের অর্থনীতিকে পরিবেশবান্ধব করতে এবং জলবায়ু সংকট থেকে উদ্ভূত দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করবে।

এর আগে, ধনী দেশগুলো প্রতি বছর জলবায়ু তহবিলে ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) ডলার জমা দিচ্ছিল। তবে দরিদ্র দেশগুলোর দাবি ছিল এই অর্থ পর্যাপ্ত নয়। ফলে সম্মেলনের সময় বাড়িয়ে আরও একদিন আলোচনা করা হয়। অবশেষে দরিদ্র দেশগুলোর অনুরোধে ধনী দেশগুলো বছরে ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলার অর্থায়নে রাজি হয়।

সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে একটি বৈশ্বিক বাজার তৈরির চুক্তিও হয়েছে। এই বাজারে ‘কার্বন ক্রেডিট’ কেনাবেচা করতে পারবে দেশগুলো। দরিদ্র দেশগুলো বৃক্ষরোপণ, বায়ুবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে ‘কার্বন ক্রেডিট’ অর্জন করতে পারবে।

এর আগে শুক্রবার প্রস্তাব দেওয়া হয়েছিল দরিদ্র দেশগুলোকে বছরে ২৫ হাজার কোটি ডলার দেওয়ার। কিন্তু বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশ এই প্রস্তাব নাকচ করে। তাদের দাবি ছিল, ক্ষতিপূরণ হিসেবে বছরে অন্তত ১ লাখ ৩০ হাজার কোটি ডলার প্রয়োজন। পরে দীর্ঘ আলোচনার পর বছরে ৩০ হাজার কোটি ডলারের সমঝোতায় পৌঁছায় সব পক্ষ।

এই চুক্তি দরিদ্র দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। সূত্র: রয়টার্স

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে