শিবপুরে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭

শিবপুর ( নরসিংদী)  প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য জনগণের দ্বারে পৌঁছে দিতে নরসিংদীর শিবপুর উপজেলার বানিয়াদিস্থ শিবপুর বাঁশ বাজার সংলগ্ন যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শোরুম এ জেড গ্রেট ইলেকট্রনিক্স উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উক্ত শো রুম উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক ও অটোমোবাইলস লিমিটেড এর পরিচালক ড.মোঃ সাখাওয়াত হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর  সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, যমুনা ইলেকট্রনিক ও অটোমোবাইলস লিমিটেডের পরিচালক (বিপনন) সেলিম উল্লাহ সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যমুনা ইলেকট্রনিকের বিশ্বমানের দেশীয় পণ্য প্রান্তিক জনগণের দ্বারে পৌঁছে দিতেই এসব শোরুমের উদ্বোধন করা হচ্ছে। যমুনা ইলেকট্রনিকস এর পণ্য গুণগত মান খুবই ভালো।  

এসময় আরো উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক ও অটোমোবাইলস লিমিটেডের হেড অফ সেলস মাকসুদুর রহমান। এজিএম মার্কেটিং রাজিব চন্দ্র সাহা, জোন্যাল ম্যানেজার নাঈম রেজা, ও ইউসুফ মজুমদার ,ব্রান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও আবু বক্কর, যমুনা ইলেকট্রনিক্সের শিবপুরের ডিসটিবিউটর মোঃ লিটন ও মোঃ বশির উদ্দীনসহ নরসিংদী সদর উপজেলা ও শিবপুরের ডিলাররা উপস্থিত ছিলেন। 

এর পূর্বে শিবপুর কলেজ গেইট বাসস্ট্যান্ড রোডে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত হয়।  পরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।


যাযাদি/ এমএস