জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা

প্রকাশ | ০২ মে ২০২৫, ২০:৪৫

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। ৩০ এপ্রিল ২০২৫, মঙ্গলবার ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তারা গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের হাতে ব্রোঞ্জের গহনার জিআই সনদ হস্তান্তর করেন।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিপিডিটির প্রতিনিধিবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আন্তর্জাতিক পর্যায়ে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা জিআই স্বীকৃতি অর্জন করায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, গহনা উৎপাদন ও বিপণনে যুক্ত কারিগর ও উদ্যোক্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জ জেলার প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল তিলের খাজা।