টিসিবির ডিলার নিয়োগ নীতিমালা চূড়ান্ত

প্রকাশ | ২০ মে ২০২৫, ১০:৫০

অর্থ-বাণিজ্য রিপোর্ট
ছবি: সংগৃহীত

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ চূড়ান্ত করা হয়েছে। ডিলার নিয়োগে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সোমবার (১৯ মে) বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এ নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, এ নীতিমালা প্রকাশের সঙ্গে আগের ডিলার নিয়োগের সংশোধিত গাইড লাইন-২০২১ রহিত করা হলো। তবে উক্ত গাইডলাইনের আওতায় গৃহীত কার্যক্রম বলবৎ থাকবে। এ নীতিমালার কোনো বিষয়ে অসামঞ্জস্যতা দেখা দিলে উক্ত বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। জনস্বার্থে যে কোনো সময় এই নীতিমালা সরকার কর্তৃক পরিবর্তনযোগ্য।

যা বলা আছে নীতিমালায়

পৌরসভা/সিটি করপোরেশন এলাকার প্রতি ওয়ার্ডের জন্য একজন এবং অন্যান্য অঞ্চলের প্রতি ইউনিয়নের জন্য একজন করে ডিলার নিয়োগ করা হবে। তবে উপকারভোগী পরিবারের সংখ্যা ১৫০০ এর বেশি হলে ওই ইউনিয়ন/ওয়ার্ডের জন্য একাধিক ডিলার নিয়োগ করা যাবে। সে ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ডিলারদের অধিক্ষেত্র নির্ধারণ করবেন।

ডিলারের যোগ্যতা যা হবে

ডিলার কমপক্ষে ১৮ বছর বয়সী বাংলাদেশের বৈধ নাগরিক হবেন। আবেদনকারীকে একজন প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে এবং তার ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচিত জনপ্রতিনিধি, আদালতের সাজাপ্রাপ্ত ব্যক্তি, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত ঠিকাদার ডিলার হতে পারবে না। ডিলারদের আর্থিকভাবে সচ্ছল হতে হবে। ডিলার হিসেবে নিয়োগের আবেদনের জন্য আর্থিক লেনদেনের প্রমাণক হিসেবে ন্যূনতম ৫ লাখ টাকা ব্যাংকে থাকতে হবে। এছাড়া দোকান বা বিক্রয়স্থল থাকতে হবে। যেখানে কমপক্ষে ১০ টন খাদ্যপণ্য মজুত ও সংরক্ষণের সুব্যবস্থা থাকবে।

যেভাবে নিয়োগ দেওয়া হবে

ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বহুল প্রচারিত একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে। এছাড়া টিসিবির নিজস্ব ওয়েবসাইট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার হবে। আবেদন ফর্মের সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সের কপি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, দোকান ভাড়ার দলিল/মালিকানার প্রমাণক, ভ্যাট নিবন্ধন সনদপত্র (যদি থাকে) দিতে হবে। পাশাপাশি টিসিবির অনুকূলে আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা (অফেরৎযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র টিসিবি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে প্রাথমিক বাছাই সম্পন্ন করবে। পরে সরেজমিনে তদন্তপূর্বক যাচাই করে মতামত ও সুপারিশ প্রদানের জন্য তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবে। এরপর জেলা প্রশাসক সরেজমিনে তদন্তপূর্বক মতামত ও সুপারিশসহ আবেদন টিসিবিতে প্রেরণ করবে। এরপর আবেদনসমূহ চূড়ান্ত নির্বাচন ও অনুমোদন করবে টিসিবি। ডিলার নিয়োগ পেলে জামানত বাবদ ৩০ হাজার টাকা নেওয়া হবে। এছাড়া নিয়োগপ্রাপ্ত ডিলার লাইসেন্স ফি বাবদ দুই বছরের জন্য আরও ১০ হাজার টাকা টিসিবির অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে (অফেরৎযোগ্য) জমা দিতে হবে।

টিসিবির ডিলারশিপ দুই বছর পরপর নবায়নযোগ্য। ডিলারশিপ মেয়াদোত্তীর্ণ হওয়ার কমপক্ষে এক মাস আগে নবায়ন করতে হবে। নবায়ন ফি প্রতি দুই বছরের জন্য ৫ হাজার টাকা মেয়াদোত্তীর্ণের পর নবায়নের ক্ষেত্রে বিলম্ব ফি দিতে হবে। ছয় মাসের মধ্যে কেউ ডিলারশিপ নবায়ন না করলে তার ডিলারশিপ বাতিল করা হবে। 

এছাড়া টিসিবির আঞ্চলিক কর্মকর্তা প্রতি মাসে একাধিক জেলার কমপক্ষে ১০টি বিক্রয়কেন্দ্র পরিদর্শন করবেন। এর মধ্যে কমপক্ষে দুটি কেন্দ্রে উপকারভোগীদের তালিকা ও উত্তোলন ইত্যাদি পরীক্ষা করবেন এবং দৈবচয়নের ভিত্তিতে উপকারভোগীদের যাচাই করবেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মাসে কমপক্ষে দুটি বিক্রয়কেন্দ্রের উপকারভোগীদের তালিকা ও উত্তোলন ইত্যাদি পরীক্ষা করবেন এবং দৈবচয়নের ভিত্তিতে উপকারভোগীদের যাচাই করবেন এবং এ সম্পর্কিত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন।

পণ্য সরবরাহের পদ্ধতি

প্রতি জেলার উপকারভোগীর সংখ্যা অনুযায়ী নির্ধারিত পণ্যসামগ্রী টিসিবির গুদাম থেকে জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত গুদামে এবং কিছু কিছু ক্ষেত্রে জেলার ডিলারদের কাছে সরাসরি পণ্য প্রেরণ করা হবে। টিসিবির নিয়োজিত ডিলাররা তাদের অনুকূলে বরাদ্দের ডিও অনুযায়ী পণ্যসামগ্রীর মূল্য বাবদ প্রদেয় টাকা গুদাম থেকে পণ্য ডেলিভারির ১ দিন পূর্বে জেলা প্রশাসক। টিসিবি এর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে।

ডিলাররা টাকা জমার রসিদ/ব্যাংক স্লিপ প্রদর্শনপূর্বক জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত গুদাম/টিসিবির গুদাম থেকে ডিও অনুযায়ী পণ্যসামগ্রী গ্রহণ করে নিজ দায়িত্বে পরিবহনপূর্বক তার গুদাম/দোকান/বিক্রয়কেন্দ্রে সংরক্ষণ করবেন। ডিলাররা পরবর্তীতে জেলা প্রশাসক কর্তৃক প্রণীত বিক্রয় ক্যালেন্ডার অনুযায়ী বিক্রয়ের জন্য নির্ধারিত স্থানে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীর নিকট ফ্যামিলি কার্ড প্রদর্শন/স্ক্যান/বৃদ্ধাঙ্গুলির ছাপ অথবা নির্ধারিত অন্য কোনো পদ্ধতি অনুসরণ সাপেক্ষে সরকার নির্ধারিত মূল্যে (ভর্তুকি মূল্যে) পণ্যসামগ্রী বিক্রয় করবেন। নীতিমালায় আরও বলা হয়েছে, ডিলারের মৃত্যু ব্যতীত ডিলারশিপ হস্তান্তরযোগ্য নয়। তবে কোনো ডিলার ডিলারশিপ সমর্পণ করতে চাইলে তাকে যথাযথ কারণ উল্লেখপূর্বক চেয়ারম্যান, টিসিবি বরাবর আবেদন করতে হবে।