কুলাউড়া পৌরসভার ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৭:০০

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী শরদিন্দু রায়, প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, ইউএইচ এফপিও ডা: জাকির হোসেন,
জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন,
শিক্ষা অফিসার ইফতেখার ভুইয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষক তাজুল ইসলাম, সাবেক কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, কায়ছার আরিফ, হারুনুর রশিদ, খসরু মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ২১ লাখ ২ হাজার ৮৭৪ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকাসহ মোট আয় ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা।
রাজস্ব খাতে ব্যয় ৪৯ কোটি ৪৩ লাখ, ২ হাজার ৫শ টাকাসহ মোট ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ, ১৯ হাজার, ১২৪ টাকা। বাজেটে মোট উদ্বৃত্ত ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা।
পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরসভার রাজস্ব আয়- বিশেষ করে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা হয়েছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো সাময়ীক জনদুর্ভোগ তৈরি করলেও সময়মতো কাজ শেষ করতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।