আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৯:৩৮

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ওপেক প্লাস আগস্টেও দৈনিক গড়ে ৪ লাখ ১১ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা দিতে পারে। জোটসংশ্লিষ্ট চারজন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এছাড়া জ্বালানি তেলের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনার প্রভাব মূল্যায়ন করছেন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি মূল্য পৌঁছেছে ৬৬ ডলার ৭৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৫ ডলার ১৫ সেন্টে।

এ বিষয়ে স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ‘বর্তমানে বাজারের মূল নজর ওপেক প্লাসের উত্তোলন বৃদ্ধির দিকে। ৬ জুলাইয়ের বৈঠকে আগস্টে জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির ঘোষণা আসতে পারে। তবে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পর পণ্যটির চাহিদা কিছুটা বাড়তে পারে। এ কারণে গতকাল দাম কিছুটা বেড়েছে।’

এএনজেডের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল হাইনস এক নোটে বলেন, ‘ওপেক প্লাস দ্রুত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর ধারা অব্যাহত রাখতে পারে। বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে বিষয়টি মূল্যায়ন করছেন।’

ওপেক প্লাসের জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা চূড়ান্ত হলে ২০২৫ সালে ওপেক প্লাসের মোট সরবরাহ বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক ১৭ লাখ ৮০ হাজার ব্যারেল, যা বৈশ্বিক মোট চাহিদার ১ দশমিক ৫ শতাংশের বেশি।

উল্লেখ্য, ওপেক প্লাসের পরিকল্পনা অনুযায়ী উত্তোলন লক্ষ্য পূরণ করতে পারেনি। কারণ কিছু দেশ আগের অতিরিক্ত উত্তোলনের জন্য ক্ষতিপূরণ হিসেবে উত্তোলন কমিয়েছে। এছাড়া অন্যান্য দেশ তাদের উত্তোলন আবার চালু করতে বা পরিকাঠামো ঠিক করতে সময় নিচ্ছে।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। এপ্রিল থেকে এ জোটের আটটি দেশ দৈনিক গড়ে ২২ লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত বাতিল এবং মে-জুলাইয়ে উত্তোলন বৃদ্ধি আরো গতিশীল করে।

যদিও ওপেক ও সৌদি আরবের কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ওপেক প্লাস সংশ্লিষ্ট দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আগস্টে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেলের চেয়ে বেশি উত্তোলন বাড়ানোর বিষয়েও আলোচনা করা হতে পারে। তবে জোটের সব সদস্য এ প্রস্তাবের পক্ষে আছে কিনা তা স্পষ্ট নয়।