চীনের ওপর চিপ সফটওয়্যার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র: দাবি সিমেন্সের

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৪

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও চীন : রয়টার্স

জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার চীনের ওপর আরোপিত চিপ ডিজাইন সফটওয়্যার রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্স তাদের এক বিবৃতিতে জানিয়েছে, চীনা গ্রাহকদের জন্য কোম্পানির সফটওয়্যার ও প্রযুক্তিতে আবার পূর্ণ প্রবেশাধিকার চালু করা হয়েছে।

তবে সিমেন্স এবং মার্কিন বাণিজ্য দপ্তর এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ায় এখনো সাড়া দেয়নি।


গত মাসে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে নতুন একধরনের রপ্তানি লাইসেন্স সীমাবদ্ধতা আরোপ করেছিল, যার আওতায় ছিল চিপ ডিজাইন সফটওয়্যার, বিমানের যন্ত্রাংশ, পারমাণবিক প্রযুক্তি এবং রেয়ার আর্থ উপকরণ।

তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করে, যার ফলে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রেয়ার আর্থ মিনারেল ও ম্যাগনেট রপ্তানির বিষয়টি স্পষ্ট হয়।

এই আলোচনার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিমেন্স EDA, Cadence Design Systems এবং Synopsys-এর মতো ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (EDA) সফটওয়্যার কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ একটি যৌথ কাঠামোতে একমত হয়েছে, যার আওতায় চীন রপ্তানি নিয়ন্ত্রিত পণ্যের আবেদন যাচাই করবে, এবং যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী তাদের বিধিনিষেধ প্রত্যাহার করবে।

এ সমঝোতার ফলে প্রযুক্তিগত ও বাণিজ্যিক অচলাবস্থা অনেকটাই কাটবে বলে ধারণা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এটি একেবারে স্থায়ী সমাধান কি না, তা সময়ই বলে দেবে। প্রযুক্তি বিশ্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, বিশেষ করে চীনা চিপ নির্মাতা কোম্পানিগুলোর ওপর।