৮ জুলাই দুই দেশের মধ্যে কম শুল্কে বাণিজ্যের পথ খুলবে

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে! আশাবাদী ট্রাম্প

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১০:২৫

যাযদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি

ভারতের সঙ্গে শিগগিরি বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে! আশাবাদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি  আরো মনে করেন, বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে দুই দেশের মধ্যে ‘কম শুল্কে’ বাণিজ্যের পথ খুলে যাবে। যদিও এখনও পর্যন্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়নি। সমাধানের পথ খুঁজতে দুই দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে আলোচনা করছেন। তার মধ্যেই এই মন্তব্য করলেন ট্রাম্প।

বাণিজ্যচুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প আশার কথা শোনান। তিনি বলেন, ‘‘আমি মনে করি আমরা ভারতের সঙ্গে একটা চুক্তি করতে যাচ্ছি। এটি একটি ভিন্ন ধরনের চুক্তি হতে চলেছে। এই চুক্তি সম্পন্ন হলে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামতে পারব।’’ মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প আরো জানান, ভারত-আমেরিকার মধ্যে ‘অনেক কম শুল্কের চুক্তি’ হতে চলেছে!

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে কাজ চলছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বসে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করছেন সে দেশের বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক।  দর কষাকষি চলছে আমেরিকা ও ভারতের সঙ্গে। আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প।

৯০ দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তার আগে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা । বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতের একটি প্রতিনিধিদল বর্তমানে আমেরিকায় আছে, তবে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি দুই দেশ।

কী নিয়ে মতবিরোধ? সূত্রের খবর অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বেশ কিছু বাধা রয়েছে। বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে এখনও মতবিরোধ রয়েছে দুই দেশের। বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

ভারতের প্রশাসন সূত্রের দাবি, বিশেষত কৃষিজাত পণ্যের শুল্ক নিয়ে আমেরিকার শর্ত মানা সম্ভব নয়। তা নিয়ে আপত্তি জানানো হয়েছে। দুই দেশের মধ্যে মতবিরোধ কেটেছে, এমন কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ভারতীয় প্রতিনিধিদল আরও দু’দিন আমেরিকায় থাকবে বলেও খবর প্রকাশ।

বস্তুত ট্রাম্প ইতিমধ্যে আভাস দিয়েছেন, ৯ জুলাইয়ের পর এই সময়সীমা আর বৃদ্ধি করতে চান না তিনি। তবে এই সময়সীমার মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হবে কি না, তা এখনও স্পষ্ট  কোন তথ্য নেই।

কেন্দ্রের একটি সূত্র মারফত জানা যায়, ভারতের কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী আমেরিকা। কিন্তু তাতে এখনও পর্যন্ত  কোন সায় নেই নয়াদিল্লির। একটি সূত্রের দাবি, ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক এ দিন আগে, আগামী ৮ জুলাই অন্তর্বর্তিকালীন বাণিজ্যচুক্তির কথা ঘোষণা আসতে পারে নয়াদিল্লি এবং ওয়াশিংটন।

বাণিজ্যচুক্তি নিয়ে মতবিরোধ থাকলেও ভারতকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ‘কৌশলগত ভাবে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র’ বলে মনে করে ট্রাম্প প্রশাসন।