বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের ‌‌‌‌‌‌‌‌সঙ্গে ‌‌‌‌‌‌‌‌‘সহজে আপস’ করবে না জাপান

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১২:৪৭ | আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১৩:৫০

যাযাদি ডেস্ক
হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় তিনি সহজে আপস করবেন না। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন বলে সতর্ক করেছেন। 

দেশের একটি টেলিভিশন টক শোতে জাপানের প্রধানমন্ত্রী  লেন, ‘আমরা সহজে আপস করবো না। এই কারণেই আলোচনায় সময় লাগছে এবং এটি কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

জাপান দ্রুততার সঙ্গে চুক্তি করতে চাইছে। কারণ আগামী বুধবার (৯ জুলাই) শেষ হচ্ছে আলোচনার জন্য নির্ধারিত সময়সীমা। যদি তার মধ্যে চুক্তি না হয়, তাহলে ১০ শতাংশ ভিত্তিগত শুল্কের পাশাপাশি বাড়তি শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, তিনি জাপানকে চিঠি লিখবেন যাতে তাদের বলা হবে ৩০ থেকে ৩৫ শতাংশ বা যা নির্ধারণ করা হয়— সে অনুযায়ী শুল্ক দিতে হবে। তিনি যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য সম্পর্ককে অন্যায্য বলেও আখ্যা দিয়েছেন।

বিশেষভাবে তিনি জাপানের প্রতি মার্কিন গাড়ি ও চাল আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, ‘আমরা মিত্র, তবে আমাদের যা বলা দরকার তা অবশ্যই বলবো। আমরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিকারী দেশ। আমাদেরকে অন্যদের সঙ্গে এক কাতারে রাখা ঠিক নয়।’

ট্রাম্পের চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি আরেকটি টেলিভিশন শোতে বলেন, ‘সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’