সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২০, ২০:৩৩

সাভার প্রতিনিধি

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হেেয়ছে।

 

১৭ নভেম্বর, ২০২০ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

 

শোকসভায় অন্যান্যের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকতা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে একজন প্রথম সারির যোদ্ধা ছিলেন কর্ণেল শওকত আলী। আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নম্বর আসামি করা হয় তাকে। পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করেন। নবম সংসদের ডেপুটি স্পিকার হিসেবে শওকত আলী দক্ষতা ও বিচক্ষণতার স্বাক্ষর রেখেছেন।

 

তার মৃত্যুতে দেশ একজন সত্যিকার দেশ্রপ্রেমিক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।