৪ শর্তে ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০২০, ১৭:০৩

যাযাদি ডেস্ক

 

চার শর্তে ব্রিটিশ কাউন্সিলকে আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে অনুমতির চিঠিতে চারটি শর্ত দিয়েছে।

 

মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো হলো

 

১. স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

 

২. সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর বেশি জনের পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ৬ ফুট।

 

৩. পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার জনস্বার্থে পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে।

 

৪. পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায়-দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই।

 

যাযাদি/এমডি/৫:০২ পিএম