বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ভর্তিতে নতুন নির্দেশনা

যাযাদি ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২০, ২০:২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ভর্তিতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেন।

আদেশে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এটি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে লটারির তারিখ নির্ধারণপূর্বক ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করার বিষয়টি উল্লেখ আছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মহানগরীর কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ নির্দেশনা অনুসরণ করছে না।

এ অবস্থায় ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানের আগে লটারির তারিখ নির্ধারণপূর্বক ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যাযাদি/এমডি/৮:২০ পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে