শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া বিশ্ববিদ্যালয়টির কর্মকাণ্ড খতিয়ে দেখবে মন্ত্রণালয়

যাযাদি ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫২

সৈয়দপুরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামের ভুয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কর্মকাণ্ড খতিয়ে দেখবে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, কথিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত নয়। এই বিষয়ে সকলকে সতর্ক করা হচ্ছে এবং বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

ভুয়া বিশ্ববিদ্যালয়ের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিকালে ইউজিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অস্তিত্বহীন এই প্রতিষ্ঠানটির অবৈধ কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তা চায়। ইউজিসি জানায় শিগগিরই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) পরিচয়দানকারী অধ্যাপক ড. এ বি এম শরিফুজ্জামান শাহ সম্প্রতি প্রো-ভাইস চ্যান্সেলর ও শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে উল্লেখ করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টি-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দেখানো হয়েছে সংসদ সদস্য (৩২৩ মহিলা আসন) রাবেয়া আলীমকে।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে