শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

ইবি প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক প্রেস বিজ্ঞপির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তি সূত্রে, গত ২২ ডিসেম্বর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রক্টর হিসেবে ১ বছর দায়িত্ব শেষ করেন। তার স্থলে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাকে ২৩ ডিসেম্বর থেকে পরবর্তী ১ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর বলেন, “আমাকে ক্যাম্পাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে একটি পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আমার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি।”

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে