জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকতা পরিষদ নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আহসান লিমন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ৬১।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহীম খলিল শান্ত উভয়ে ৫৩ টি করে ভোট পান।সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহাদুজ্জামান মোঃ শিবলী (৫১)। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে এনায়েত কবির আরিফ (৬২)। সাংগঠনিক সম্পাদক পদে মশিউজ্জামান খান জছেব (৫৬), দপ্তর ও প্রচার সম্পাদক পদে আশিক (৫৭), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে যুথিকা পাল (৫৮) বিজয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. রামিম আল করিম (৭৬), রাধেশ্যাম (৭০), ফাতেহ উল আলম শিশির (৬৩), তানভীর হাসান (৫৭), দেলোয়ার হোসাইন (৫৭), মোফাকখারুল ইসলাম (৫৫) ও মো. আল আমিন (৫৪)।
ভোটগ্রহণ পরবর্তী ভোটগণনা শেষে নির্বাচন কমিশনার মো.হাফিজুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd