রাবি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৫৬

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্বিবিদ্যালয় সায়েন্স ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে ‘চেনা হোক প্রতিটি মুখ উষ্ণতার ছোয়ায়’ এই স্লোগানে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

 

রোববার বেলা ১১ টার দিকে নগরীর ধরমপুর দাওয়াতুল ইসলাম এতিমখানায় প্রায় ৩০ শিক্ষার্থীকে এই শীতবস্ত্র  দেওয়া হয়।  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন  ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.তারিকুল হাসান, অধ্যাপক ড. আনোয়ারুল কবির ভূঁইয়া  এবং অধ্যাপক ড. সালেহা জেসমিন।

 

 

এদিকে বিকেল ৪ টায় জুম প্লাটফর্মের মাধ্যমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় ক্লাবের  উপদেষ্টামন্ডলী ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আহাদ এবং সাধারণ সম্পাদক ইশতেহার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন রাবি সায়েন্স  ক্লাবের সভাপতি মাহদী হাসান।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ই জানুয়ারি রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী  ও শিক্ষকদের হাত ধরে সায়েন্স  ক্লাব তার পথ চলা শুরু করে।

 

যাযাদি/এস