শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে ‘ইসলামী শিক্ষা সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সিলেট জেলায় আরবী ও ইসলামী শিক্ষা এর সম্প্রসারণে প্রখ্যাত উলামা-ই-কেরামের অবদান (১৯০০-২০০৮)’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের সেমিনার লাইব্রেরিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো: রইছ উদদীন। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. মঈনুল হক, প্রফেসর ড. গোলাম রব্বানী, ড. নাছির উদ্দিন, ড. মো: মুজাহিদুর রহমান প্রমুখ। সেমিনারে সঞ্চালনা করেন প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন।

সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো: রইছ উদদীনের তত্ত¡বধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ। প্রবন্ধে সিলেট জেলায় আরবী ও ইসলামী শিক্ষা এর সম্প্রসারণে প্রখ্যাত উলামা-ই-কেরামের অবদান (১৯০০-২০০৮) তুলে ধরা হয়েছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে