ইবিতে ‘হাদিস সংকলনে আবু হানিফার নীতি ও পদ্ধতি’ শীর্ষক সেমিনার

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ১৬:২৬

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘হাদিস সংকলনে ইমাম আবু হানিফা (রহ.)-এর অনুসৃত নীতি ও পদ্ধতি: একটি বিশ্লেষণ শীর্ষক পিএইচ. ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে আইন অনুষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন। বিশেষ অতিথি হিসেব প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ড. নাসির উদ্দীন আজহারী।

 

সেমিনারে প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলামের তত্ত্ববধানে পিএইচ.ডি গবেষণাপত্র উপস্থাপন করেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গবেষক মোহাম্মদ সাঈদুল ইসলাম মজুমদার।

 

প্রবন্ধে হাদিস সংকলনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা (রহ.) এর অনুসৃত নীতি ও পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন গবেষক। এছাড়াও হাদিস সংকলনে ইমাম আবু হানিফা (রহ.) এর অবদান সম্পর্কেও আলোকপাত করেছেন তিনি।

 

সেমিনারে অন্যান্যদের মাঝে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহার, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দীন, আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন, প্রফেসর ড. মঈনুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মুজাহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

যাযাদি/এস