অটোপাস চায় এসএসসি পরীক্ষার্থীরা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ২১:১৭

যাযাদি ডেস্ক

 

পরীক্ষা না নিয়ে আগের পিএসসি ও জেএসসির ফলাফল মূল্যায়ন করে অটোপাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা।

 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। তারা অটোপাসের দাবিসহ তিনদফা দাবি জানান।

 

দাবিগুলো হলো-

 

১. করোনার মাঝে বিশেষ ব্যবস্থা নেওয়া, আমরা পরীক্ষায় বসতে চাই না। এতে করে আমাদের রেজাল্ট খারাপ হবে।

২. সেশনজট নিয়ে আমরা করোনা ঝুঁকির মধ্যে পরীক্ষা দিতে চাই না।

৩. পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এসএসসিতে প্রমোশন দেওয়া হোক।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনায় আমাদের স্কুল কার্যক্রম আজ প্রায় ১১ মাস বন্ধ। পড়াশোনায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। অথচ শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন পরীক্ষার আগে আমাদের তিনমাস ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, যা আমরা মনে করি সম্পূর্ণ অমানবিক। কারণ ইতোমধ্যে মহামারিতে আমাদের একটি বছর ক্ষতি হয়ে গেছে। এখন যদি পরীক্ষার আগে তিনমাস, পরীক্ষা চলাকালে তিনমাস এবং রেজাল্ট দিতে আরও তিনমাস সময় চলে যায় তাহলে আমাদের ব্যাচটি (২০২০-২১ শিক্ষাবর্ষ) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সেশনজটে পড়তে চাই না। আমাদের পিএসসি ও জেএসসির রেজাল্ট অনুযায়ী অটোপ্রমোশন দেওয়া হোক।

 

যাযাদি /এমডি