প্রতিষ্ঠার ৯ম বর্ষ অতিক্রম করে ১০ম বর্ষে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রেসক্লাব। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের এ সংগঠনটি ২০১২ সালের ২১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর বারোটায় জাবি প্রেসক্লাব কার্যলয়ে এক আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘জাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি দেশবাসীর কাছে তুলে ধরতে সুনামের সঙ্গে কাজ করছে। জাবি প্রেসক্লাবের আগামী দিনেগুলোর জন্যও শুভ কামনা রইল।’
অধ্যাপক অবদুল্লাহ হেল কাফী বলেন, ‘নানা চড়াই-উতরাই পেরিয়ে জাবি প্রেসক্লাব ১০ম বর্ষে পদার্পণ করেছে। অত্যন্ত সুনামের সঙ্গে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় জাবি প্রেসক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও আদর্শে বিশ্বাসী জাবি প্রেসক্লাব এভাবেই কাজ করে যাবে।’
অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই এগিয়ে চলছে জাবি প্রেসক্লাব। গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে জাবি প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আবদুল্লা হেল কাফী, অধ্যাপক কবিরুল বাশারসহ জাবি প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, প্রক্টর (ভারপ্রাপ্ত) আ. স. ম. ফিরোজ-উল-হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক শামছুল আলমসহ বিশ^বিদ্যালয়ের অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এছাড়াও দেশের অন্যান্য বিশ^বিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো থেকে জাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রচার করা হয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd