খুবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে চবিতে বিক্ষোভ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ১৭:০৫

চবি প্রতিনিধি

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে ও দুই শিক্ষার্থী বহিষ্কার-অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ( চবি) বিক্ষোভ  সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 

শনিবার(২৩ জানুয়ারি) বেলা ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

গত ১৮ই জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের  প্রশাসন  দুই শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে  বহিষ্কার করে।  তাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে খুবি প্রশাসন।

 

 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী  শাহ মোহাম্মদ শিহাবের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ। সমাবেশে সংহতি জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঋজু লক্ষ্মী অবরোধ , গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের মুশফিকউদ্দীন ওয়াসি, পার্বত্য চট্টগ্রাম  পাহাড়ি ছাত্র পরিষদের শ্রাবণ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রোনাল চাকমা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম এবং শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন।

 

যাযাদি/ এস