জালিয়াতি করে ভর্তি: ঢাবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

যাযাদি ডেস্ক

ডিজিটাল ভর্তি জালিয়াতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও দু’জনকে সামিয়কভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত করা হবে।

 

প্রক্টর বলেন, ‘ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করে ভর্তি হওয়া সাত জনকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। আর দু’জনকে সামিয়ক বহিষ্কার করে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের সংখ্যা দাঁড়ালো ৮৫ জন।’

 

বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

যাযাদি/ এমডি