শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় গ্রামবাসীর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানায় ছাত্র অধিকার পরিষদের জবি শাখা।

বিজ্ঞতিতে বলা হয়, 'বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গেরুয়া গ্রামের স্থানীয় মসজিদে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে গ্রামবাসী। এ হামলায় ৩০ জন আহত হয়েছেন তার মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এ ঘটনায় জাবি প্রক্টর যে বক্তব্য দিয়েছে তা দায়িত্বহীন্তার পরিচয়। এত বড় ঘটনায় এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।'

আরও বলা হয়, 'করোনা প্রকোপের কারণে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গেরুয়াসহ আশেপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থী যাদের অনেকেই অবরুদ্ধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় হল খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছি আমরা।'

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে হামলার প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদ বলেন, দেশের বিভিন্ন স্থানে অনবরত হামলা মামলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট ও জাতিকে মেধাশুণ্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বলে আমরা মনে করি। শিক্ষার্থীদের ওপর এরকম বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

জবি ছাত্র পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান করে বলেন , 'অবরুদ্ধ শিক্ষার্থীদের এলাকা থেকে উদ্ধার ও আহত শিক্ষার্থীদের সু-চিকিৎসার ব্যবস্থা এবং সেই সাথে অনতিবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আমরা আহবান করছি।'

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে