মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইবিতে সব প্রকার পরীক্ষা স্থগিত

ইবি প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান ও আসন্ন সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারা দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্তÍ সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের চলমান ও আসন্ন সকল প্রকার স্থগিত করার নির্দেশ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করার নির্দেশনা আসছে। ইবি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে