শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবির সব হলে তালা ঝুলালো প্রশাসন

জাবি প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২১

কয়েকদিনের উত্তেজনার পর এবার সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করে হলের ফটকে তালা লাগিয়ে দিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলের মধ্যে ৯টি হলে ছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতের মধ্যেই ওই হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করা হয়। পরে হলগুলোর ফটকে তালা লাগিয়ে দেয় হল প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন জানান, ‘গতকাল রাতের মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান করছিল এমন ৯টি হলে সংশ্লিষ্ট হল প্রশাসন গিয়ে বুঝিয়ে শিক্ষার্থীদের বের করে। পরে হলগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়।’

এদিকে বুধবার সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য শিক্ষার্থীরা নিজেদের হলে প্রবেশের জন্য আসলেও তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি জানান, ‘ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা হলে শিক্ষার্থীদের জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য প্রবেশের ব্যবস্থা করবেন। কয়েক দিনের মধ্যেই প্রাধ্যক্ষরা এই সিদ্ধান্ত নেবেন।’

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে