চবিতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৩

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন  শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন শুরু  তারা । পরে বিক্ষোভ সহকারে প্রশাসনিক ভবনের সামনে মিলিত হন ।

 

শিক্ষার্থীদের দাবি, চবির চলমান পরীক্ষা স্থগিত না করা, পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলা এবং শাটল ট্রেন চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়  প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন,"শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। ডিন'স কমিটির সভায়ও সিদ্ধান্ত এসেছে যে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান সব পরীক্ষা স্থগিত থাকবে।

 

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা চালু রাখার দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের সাথে কথা বলে একটা সুন্দর সমাধানের চেষ্টা করবো।

 

যাযাদি/ এস