শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় সচল করার লক্ষ্যে জাবি ছাত্র ইউনিয়নের রোডম্যাপ প্রকাশ

জাবি প্রতিনিধি
  ০১ মার্চ ২০২১, ১৯:১৪

বিশ্ববিদ্যালয় সচল করার লক্ষ্যে রোডম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ। সোমবার (১ মার্চ) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রোডম্যাপ প্রকাশ করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকল অংশীজনকে ৭ দিনের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনাসহ ২৩ দফা দাবি পেশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলের ১ লক্ষ ৩৬ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে মোটেই ৩ মাস সময় লাগার কথা নয়। আমরা আশা করবো কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সহযোগিতায় রোডম্যাপ তৈরি করার মধ্য দিয়ে মে মাসের ১৭ তারিখের পরিবর্তে মার্চ মাসের মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে সরকার উদ্যোগী হবে।’

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সচল করতে খসড়া রোডম্যাপ পেশ করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি। তিনি ভ্যাকসিনেশন নিশ্চিত করা, মেডিকেল সেন্টারে কর্তব্যরত সকলের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা, গবেষণার জন্য বায়োসেফটিসম্পন্ন ল্যাব স্থাপন করা, আগামী ২ টি চূড়ান্ত পরীক্ষার ফি মওকুফ করাসহ ২৩ দফা দাবি জানান।

রাকিবুল রনি বলেন, ‘করোনার সংক্রমণের কারণে সমগ্র দেশের অর্থনীতিই হুমকির মুখে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশই যেহেতু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই তাদের আর্থিক সঙ্গতির বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। অনেকেই এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই তাদের মানসিক স্বাস্থসেবা নিশ্চিত করতে হবে। এর জন্য সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় সচল করার কোনো বিকল্প নেই।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে