পীরগঞ্জে ছাত্র ইউনিয়নের বক্ষিোভ

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৮:২৭

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

 

জেলখানায় লেখক মুশতাক হত্যা ও ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিলে পুলিশি হামলা- সাত ছাত্রনেতা  গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ২ মার্চ  সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

 

উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ মোঃ সিহাব, ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাবিবুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব শর্মা অপু প্রমুখ।

 

যাযাদি/ এস