মেডিকেলের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ১৮:০৪

যাযাদি ডেস্ক

 

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি অংশ।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান মেডিকেলে ভর্তি-ইচ্ছুক বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, করোনার কারণে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। তাহলে মেডিকেলের পরীক্ষা কেন পেছানো হবে না?

 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মানববন্ধনে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে সব পরীক্ষা যেখানে পেছানো হচ্ছে, সেখানে মেডিকেল পরীক্ষা কেন পেছানো হবে না? তারা অন্য প্রতিষ্ঠানগুলোর মতোই মে মাসে পরীক্ষা দিতে চান। দাবি না মানা হলে প্রয়োজনে তারা অনশনে বসবেন।

 

যাযাদি/ এমডি