শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডুয়েট : পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অনশন

গাজীপুর প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২১, ১৮:৪০

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষার দাবিতে অনশন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষাথীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

মেকানিক্যাল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মো. তুষার ওরফে সাদ জানান, ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আইপিই, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সেশন শেষ হয়ে গেছে। গত বছরের নবেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয় নি। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একাডেমিক সূচি অনুসারে গত ২০ জানুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। যেখানে গত ২৪ ফেব্রুয়ারি থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হওয়া কথা ছিলো। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক সভায় এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী হাসান তৌফিক জানান, যেহেতু শিক্ষার্থীরা পূর্বে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ডুয়েটে ভর্তি হয়। সে অনুসারে পরবর্তীতে এ বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে আরো চার বছর লাগে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করতে তিন বছর বেশি লেগে যায়। ফলে শিক্ষার্থীদের সরকারি চাকুরীতে প্রবেশের বয়স সীমা কমে যায়। তাই আগামী দুই মাসের মধ্যে ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করতে না পারলে অনেকেই সরকারি চাকুরীতে আবেদনের সুযোগ হারাবে।

এ বিষয়ে ডুয়েটের উপাচার্য ড. মোঃ হাবিবুর রহমান, অনশনরত ছাত্রদের উদ্দেশ্য তিনি বলেন প্রজেক্ট থিছইস শুরু করেছে । অনেকেই ইন্ডষ্ট্রিয়াল ট্রেনিং শুরু হওয়ার কথা সেটাও শুরু করা হয়েছে। এই সময়টা যদি প্রজেক্ট থিসিস ও ইন্ডষ্ট্রিয়াল ট্রেনিং করে তাহলে একমাস সময় লেগে যাবে। এই সময়ের মধ্যে যদি তারা এই কাজটা করে এবং ২৪ মে থেকে পরীক্ষা শুরু হয় তবে তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

আগের দিন বুধবারও তারা একই দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন। ওই অবস্থান ধর্মঘট থেকেই বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে রাত ৭টা পর্যন্ত অনশন কর্মসুচী পালনের ঘোষণা দেয়। এর মধ্যে তাদের দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচী দেয়া হবে বলেন পরীক্ষার্থী হাসান তৌফিক। যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে