টিকা নিতে রাবি শিক্ষার্থীদের ২৪ মে'র মধ্যে রেজিষ্ট্রেশন নির্দেশ

প্রকাশ | ১০ মে ২০২১, ২০:৩৯

রাবি প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর জমা দেয়ার নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশসনা। আগামী ২৪ মে-এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নম্বরটি দিতে হবে।

 

সোমবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচিতে তাদের নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে  sites.ru.ac.bd/studentid/login.php গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর জমা দিতে হবে।

 

যাযাদি/ এস