​সিনিয়র স্টাফ নার্সের স্থগিত লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশ | ০৭ জুন ২০২১, ১৮:৫১

যাযাদি ডেস্ক

 

 

দুইবার স্থগিত হওয়া সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। রাজধানীর ১৭টি কেন্দ্রে আগামী ১১ জুন (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষার বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়। গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ পরীক্ষা হয়। ওইদিন বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে বিপিএসসি। এরপর গত ১০ এপ্রিল লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বিপিএসসি। তবে করোনোভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এ লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।

 

সেই পরীক্ষার পুনর্নির্ধারিত সূচিও প্রকাশ করেছিল বিপিএসসি। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে সেইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়।

 

যাযাদি/এসআই