বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষা বিবেচনায় রাবির অফিসসমূহ ১৩ জুন থেকে চালু

রাবি প্রতিনিধি
  ০৮ জুন ২০২১, ১৯:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি এবং ২০২০-২০২১ অর্থবছরের শেষ মাসের অপরিহার্য কার্য সম্পাদনের সুবিধার্থে আগামী ১৩ জুন (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তের বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. ড. মোঃ আজিজুর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এ সময় অফিস প্রধানগণ তাদের প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কার্য পরিচালনা করবেন।

এর আগে করোনার বিস্তাররোধে আগামী ১৬ জুন পর্যন্ত সকল অফিসসমূহ বন্ধের ঘোষনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে