শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারিতে ‘‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন”নিয়ে কর্মশালা

গাজীপুর প্রতিনিধি
  ১২ জুন ২০২১, ১৭:২৫

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ”জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন” বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি উক্ত প্রশিক্ষণে বিএআরআই'র প্রধান কার্যালয়সহ অন্যান্য আঞ্চলিক কার্যালয় ও কেন্দ্রের মোট ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উদ্যোগে আয়োজিত উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান। প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এবং উইংয়ের অন্যান্য বিজ্ঞানীবৃন্দ।

বক্তব্যে বারির পরিচালক ড. এস. এম. শরিফুজ্জামান (সেবা ও সরবরাহ) বলেন, সুশাসন প্রতিষ্ঠায় আইনকানুন, নিয়মনীতি, পরিকল্পনা ও বিভিন্ন কৌশল প্রণয়ন করে দুনীর্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি পরিচালক পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম (প্রশিক্ষণ ও যোগাযোগ) বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে চরিত্রনিষ্ঠা আনায়নের জন্য মানুষের জীবনের একেবারে গোড়া থেকে অর্থাৎ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই শুদ্ধাচার কার্যক্রম গ্রহণ করতে হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে