মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৬ বছর পর নোবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন

নোবিপ্রবি প্রতিনিধি
  ১৬ জুন ২০২১, ২১:২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

আজ ১৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ছাত্র সংগঠন ছাত্রদলের এই কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে নুর হোসেন বাবু'কে আহবায়ক এবং সাহরাজ উদ্দীন জিহান'কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে মোঃ আমিনুল ইসলাম, মোঃআরমান খান আশিক,মোঃওমর ফারুক সুমন,নূর পাশা সুফিয়ান,মোঃরুবেল উদ্দীন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছে গাজী মোহাম্মদ সালেহ উদ্দীন,মোঃমাহমুদুল হাসান,নুরল হুদা বাবু,হাসান জামিল,সাইফুল ইসলাম, বেলাল হোসাইন,সাজ্জাদ হোসাইন, মোঃ জোনায়েদ আহম্মেদ, মোঃইলিয়াস,আকরাম হোসেন।

প্রতিষ্ঠার ১৬ বছর পর নতুন কমিটি গঠন নিয়ে জানতে চাইলে কমিটির আহবায়ক নুর হোসেন বাবু বলেন, দীর্ঘদিন পর হলেও বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়ায় দেশনেত্রী খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ,বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান,কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং সার্বিক সহযোগিতার জন্য নোয়াখালী জেলা ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের সাথে সহবস্থানে বজায় রেখে রাজনীতি করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবিতে এবং অধিকার আদায়ে আমরা পাশে থাকবো এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সব রকম সহযোগিতা করবো। পাশাপাশি সংগঠনকে ঐক্যবদ্ধ ও গতিশীল করে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ । বিশ্ববিদ্যালয় ও দেশের স্বার্থে সুন্দর ও গঠনমূলক রাজনীতি নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে