বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবি’তে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

গাজীপুর প্রতিনিধি
  ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে পাঁচদিন ব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান ওই কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. যতীশ চন্দ্র বিশ্বাস, কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান খান প্রমূখ বক্তব্য রাখেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথিতযশা বিজ্ঞানীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য কর্মশালার সার্বিক সাফল্য কামনা করে বলেন, অংশগ্রহণকারী বিজ্ঞানীগণ মনোযোগী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং কর্মজীবনে এর সফল প্রয়োগ করে কৃষি গবেষণায় বলিষ্ট ভূমিকা রাখবেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে