বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪

জাবি প্রতিনিধি

 

সেপ্টেম্বরের মধ্যেই হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও উপাচার্যের বাসভবন ঘুরে চৌরঙ্গী এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর সঞ্চালনায় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক শোভন রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমরা যেখানে থাকি সেখানকার পরিবেশ হলের থেকে অনেক বেশি অস্বাস্থ্যকর। প্রশাসন যদি আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং  শিক্ষার্থীরা অকালে মৃত্যুবরণ করুক এমন যদি না চায়, তাহলে হল খুলতে আর এক মুহুর্তও যেন বিলম্ব না করে।’

 

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস খুলতে কালক্ষেপণ করছে। প্রশাসন চায়, যতদিন উপাচার্যের মেয়াদ আছে ততদিন ক্যাম্পাস বন্ধ রাখতে। এর পেছনের উদ্দেশ্যও এখন সকলের নিকট পরিষ্কার। সেপ্টেম্বরের মধ্যেই হল খুলে না দিলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বেই হলে উঠতে বাধ্য হবে।’

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান ও ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ।

 

যাযাদি/এসআই