​জাবিতে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন

প্রকাশ | ১১ অক্টোবর ২০২১, ১৭:০৭

জাবি প্রতিনিধি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। ন্যূনতম এক ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে হলে উঠতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে টিকা কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। স্থাপিত টিকা কেন্দ্র আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের সময়ও এখানে টিকা কেন্দ্র পুনরায় স্থাপন করা হবে।

 

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের টিকা পাওয়া সহজলভ্য করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারি এবং অন্যান্য সকলে স্বাস্থ্যবিধি মেনে মহামারি মোকাবিলায় সাবধানতা অবলম্বন করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।

 

টিকা কেন্দ্র উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের প্রত্যেককে টিকা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকেও জন্ম নিবন্ধনের সনদপত্র দিয়ে টিকা দেয়া হচ্ছে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, ঢাকার সিভিল সার্জন মইনুল আহসান, ইপিআই শাখার পরিচালক ডা. মো. শামসুল হক প্রমুখ।

 

যাযাদি/এসআই