ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ১৫:৪৭

ইবি প্রতিনিধি

 

গুচ্ছ পদ্ধতির অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে বি ইউনিটের জন্য ৫ হাজার ৯১৬ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় ৯৫ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলো বলে জানিয়েছেন ‘বি’ ইউনিট সমন্বয়কারী ড. দেবাশীষ শর্মা।

 

পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দরভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

 

 

যাযাদি/ এমডি