বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জবিতে বিশেষ ব্যবস্থাপনায় তিন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ

জবি প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ২০:২১

`GST’ ¸`Qfy³ ‘ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বি-ইউনিটের (মানবিক শাখা) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ জন বিশেষ শিক্ষার্থী আবেদন করে এবং ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরীক্ষা দেয়।

রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত GST (General, Science & Technology গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বি-ইউনিটের (মানবিক শাখা) স্নাতক (সম্মান) ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা শুরু হয়। ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬৭,১১৭ (সাতষট্টি হাজার একশত সতেরো) জন তন্মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭,৭৯৩ (সাত হাজার সাতশত তিরানব্বই) জন পরীক্ষার্থীর আসনবিন্যাস করা হয়।

বিশেষ পরীক্ষার্থী ইসরাত জাহান অনীমা বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমি কর্তৃপক্ষের নিকট আবেদন করলে তারা আমাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। এতে আমাকে কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়নি। আমি খুব উপকৃত হয়েছি এবং পরীক্ষাও ভালোভাবে দিতে পেরেছি।’

দৃষ্টিপ্রতিবন্ধী মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘আমি পরীক্ষায় শ্রুতি লেখকের সহায়তা চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা ব্যবস্থা করে দেন। দৃষ্টি প্রতিবন্ধকতা থাকলেও আমি শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা ভালো দিয়েছি। এভাবে সহায়তা পেলে আমরাও ভবিষ্যতে ভালো করতে পারব।’

পরীক্ষার্থী তাবাচ্ছুম তাবিয়া বলেন, ‘আমার প্রেগন্যান্সির একদম শেষ সময়ে পরীক্ষার সময়সূচি পড়েছে। এমতাবস্থায় আমাকে মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার সময় আমি অনেক অসুস্থতা বোধ করেছি ভয়ে আমি কাউকে কিছু বলতে পারিনি। তবে মাঝেমধ্যে কয়েকজন আমার খোঁজখবর নিয়ে গেছে।’

এ বিষয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো ইমদাদুল হক বলেন, ‘প্রতিবন্ধকতায় ভুক্তভোগী শিক্ষার্থীদের আমরা উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করি। এসব শিক্ষার্থীর মতো অন্যরাও যাতে অনুপ্রাণিত হয় সেজন্য আমরা বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা নিয়েছি। ভবিষ্যতে বিশেষ শিক্ষার্থীদের জন্য আমরা আরও সহায়তার হাত বাড়িয়ে দিব।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে