বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় জেইউডিএস-এর ব্রেক অর্জন

জাবি প্রতিনিধি
  ২৬ অক্টোবর ২০২১, ১৫:২৫

ডিপ্লম্যাটিক একাডেমি অফ ভিয়েতনাম এবং চীনের সাংহাই ইউনিভার্সিটি অফ ফাইনান্স এ্যান্ড ইকোনমিকস কর্তৃক আয়োজিত ‘Shanghai - SIDO - Hanoi ABP 2021’ শীর্ষক আন্তর্জাতিক ডিবেটিং টুর্নামেন্টে প্রথম বারের মত EFL (English as Foreign Language) ক্যাটাগরিতে ব্রেক অর্জন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (জেইউডিএস)।

অনলাইন প্লাটফর্মে আয়োজিত প্রতিযোগিতায় ৮ রাউন্ড বিতর্ক শেষে সোমবার (২৫ অক্টোবর) এ ব্রেক অর্জন করেন তারা।

প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) পক্ষে বিতর্ক করেন ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মুনতাসির মনসুর এবং ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফারহা মেহেজাবীন। তারা দুজনেই বর্তমানে জেইউডিএস এর ডিবেট কো- অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছেন।

প্রসঙ্গত, ‘Shanghai - SIDO - Hanoi ABP 2021’ এশিয়ার সবচেয়ে বড় ডিবেটিং টুর্নামেন্ট এবং এই আন্তর্জাতিক টুর্নামেন্টে এশিয়ার সেরা ১৮০টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট ১০০টি EFL দলের মাত্র ২৪টি দলকে ব্রেকিং স্ট্যাটাস (পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ) দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ২৪টি দলের অংশ হয়ে আগামী ২৯ অক্টোবর Partia Quarter-Final এ অংশগ্রহণ করবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে