শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ ইবি ডিবেটিং সোসাটির দায়িত্বে নোমান-নীলা

ইবি প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২১, ১৮:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ১৫ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।

জানা গেছে, আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নোমান ইবনে বাশারকে আহ্বায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলাকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল মোনায়েম, রাফসান বুলবুল, সরকার মাসুম, ইরফান মাহমুদ রানা, আবু হুরাইরা, শাহাব উদ্দীন ওয়াসিম, তাহমিনা খন্দকার, মাসুম সরকার, তারেকুল ইসলাম, জান্নাতী ইসলাম, আবু জায়েদ রায়হান, সুরাইয়া ইয়াসমিন ও নওরিন নুসরাত।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ও আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা পরিচালনার জন্য আহ্বায়ক কমিটি গঠনে গত ১২ অক্টোবর সভা অনুষ্ঠিত হয়। সভায় ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রফেসর ড. রেবা মন্ডল ও প্রফেসর ড. দেবাশীষ শর্মা উপস্থিত ছিলেন। উক্ত সভায় এ আহ্বায়ক কমিটির জন্য সুপারিশ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে