শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'টোটাল স্টেশন সার্ভে' শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগ এর আয়োজনে 'টোটাল স্টেশন সার্ভে' শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় শ্রেনিকক্ষে 'টোটাল স্টেশন সার্ভে' শীর্ষক এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এ ট্রেনিংয়ের আয়োজন করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে