বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবি ক্যাম্পাসে  ভিসিকে  অবাঞ্ছিত ঘোষণা

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২২, ১৪:২০

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা সোমবার দুপুর ১টায় গোলচত্বরের আন্দোলন থেকে তারা এই ঘোষণা দেন

বিশ্ববিদ্যালয় বন্ধ হল ছাড়ার নোটিস প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ।

আন্দোলনকারী শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, যেই ভিসি শিক্ষার্থীদের উপর হামলা করে সেই ভিসি আমরা চাই না এই ভিসিকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি যাতে নতুন শিক্ষার্থী বান্ধব ভিসি তিনি নিয়োগ দেন

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ হামলার বিচারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা সোমবার সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা ভিসি বিরোধী বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা

তারা স্লোগানে বলছেন- ‘দাবি মোদের একটাই, ভিসির পদত্যাগ চাই', 'যেই ভিসি বুলেট মারে, সেই ভিসি চাই না', 'যে ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না', 'এক দফা এক দাবি, ভিসি তুই এখন যাবি', 'ক্যাম্পাসে রক্ত কেন? প্রশাসন জবাব চাই', 'আমার ভাই এর রক্ত, বৃথা যেতে দেবো না', 'দাবী মোদের একটাই ভিসির পদত্যাগ চাই', 'ক্যাম্পাসে রক্ত কেন? প্রশাসন জবাব চাই' ইত্যাদি স্লোগান দিতে থাকে

বিক্ষোভের একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টদের রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা এরপর প্রশাসনিক ভবনসহ বিভিন্ন হলে তালা ঝুলানোর কথা জানিয়েছেন তারা

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাস হল ছাড়বেন না যতক্ষণ না স্বৈরাচার উপাচার্য পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলনের মাঠে থাকবেন তারা যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাসে অবস্থান করবেন

প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও যেকোনো পরিস্থিতিতে হল ছাড়বেন না বলে জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা

এদিকে, সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদারকে সভাপতি, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিব এবং সব ডিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোশতাক আহমেদ

উল্লেখ্য, রোববার বিকেলে তিনদফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা পরবর্তীতে ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে