রাবিতে শাবি উপাচার্যে কুশপুত্তলিকা দাহ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২২, ১১:৩৩

রাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র সংগঠনগুলো

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আম তলায় কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনগুলো

 

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার মদতদাতা অযোগ্য ভিসির পদত্যাগ চাই এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে আনীত সব মামলা প্রত্যাহার করতে হবে  শিক্ষার্থীদের উপর  হওয়া হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী,পুলিশের আইজি কে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি

 

রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, আমরা শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই এবং শিক্ষার্থীদের উপর যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে সেই সাথে সকল বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র সংসদ নিশ্চিত করতে হবে

 

এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন

 

যাযাদি/ এমডি