​​​​​​​জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা কার্যক্রম স্থগিত, চলবে অনলাইনে

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২২, ১৬:১৬

জবি প্রতিনিধি

 

 

করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল কলেজ সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সিদ্ধান্তের সাথে মিল রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও সশরীরে ক্লাস-পরীক্ষা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে তবে সেশনজট এড়াতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে সীদ্ধান্ত নেওয়া হয়

 

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. ইমদাদুল হক

 

সভা শেষে উপাচার্য বলেন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের করোনা ইনফেকশন রেকর্ড হচ্ছে পাশাপাশি সরকারি প্রজ্ঞাপন আসছে, তাই বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তবে সেশনজট এড়াতে ক্লাস গুলো অনলাইনে চলবে দু-সপ্তাহ পরে কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তবে পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে

 

চলমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যে সকল বিভাগে পরীক্ষা ল্যাব বাকি আছে সেগুলোর ব্যাপারে ডিন চেয়ারম্যানদের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে

 

উল্লেখ্য, সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আজ বেলা ১২ টায় স্কুল-কলেজ সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুসপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন

 

যাযাদি/এসএইচ