বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দশ বছর পূর্তি উপলক্ষে জাবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ

জাবি প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২২, ১৭:৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠার দশ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে কর্মসূচি পালিত হয় সময় সংগঠনটির দশ বছর পূর্তির প্রতীকি অর্থে লিচু, নিম, জামরুল, হরিতকী, বহেরা, গর্জন প্রভৃতি ফলজ, বনজ ঔষধি গাছের ১০টি চারা রোপণ করা হয়

কর্মসূচিতে জাবি প্রেসক্লাবের সভাপতি ইমন মাহমুদ বলেন, 'বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ২০১২ সালের ২১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ইতোমধ্যে সংগঠনটি গৌরবের সাথে দশটি বছর পার করেছে জাবি প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি সবসময়ই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমকে উৎসাহিত করে থাকে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি'

সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকেই জাবি প্রেসক্লাব যেকোনও সত্যনিষ্ঠ দাবির পক্ষে জোরালো অবস্থান রেখে আসছে আমরা আজ দশম বর্ষ অতিক্রম করে একাদশে পদার্পন করেছি করোনাকালীন এই অবস্থাতে প্রকৃতির চাহিদা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচিকে বেঁচে নিয়েছি বলতে চাই বেঁচে থাকুক প্রকৃতি আবার করোনামুক্ত পরিবেশে বিচরণ করার প্রত্যাশা রাখি'

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নূর হাসান নায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব সোহেল, কোষাধ্যক্ষ মোসাদ্দেকুর রহমান, দপ্তর সম্পাদক নোমান বিন হারুন, কার্যকরী সদস্য খালেদ জুবায়ের শাবাব এবং ওয়াজহাতুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে