শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ইঙ্গিত শিক্ষার্থীদের

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ১৮:২৮

শাবি প্রতিনিধি

 

 

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অদ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ইঙ্গিত দিয়েছে শিক্ষার্থীরা 

 

রোববার বিকাল পৌনে ৫টায় উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেয়  শিক্ষার্থীরা

 

সংবাদ সমমলনের শুরুতে আন্দোলনরত শিক্ষার্থী ইয়াছির সরকার বলেন, আমাদের আন্দোলন অহিংস আন্দোলন আমরা সহিংস কোনো কিছু করতে চাচ্ছি না আমাদের  অনশন কর্মসূচি  চলবে যতক্ষন না, এই উপাচার্য পদত্যাগ করছে

 

মোহাইমিনুল বাশার রাজ বলেনআমরা চার-পাচঁদিন ধরে ভিসির বাসভবনের সামনে বসে আছি আমরা দেখছি যে ক্রমাগত লোকজন ভিসির বাসভবনে ঢুকছে, বের হচ্ছে, তাদের সাথে কথা বলছে, এটা আসলে আমরা মেনে  নিতে পারছি না উপাচার্য এসে একবারও আমাদের সাথে কথা বলেনি এরপর আমরা চাইনা তার চেহারা দেখবার   আমরা চাই যে, আমাদের চোখের সামনে দিয়ে এই ভিসির বাসভবনের ভিতরে যাতে আর কোনো মানুষ প্রবেশ না করে আমরা চাই যে, আমরা যে জায়গায় অবরুদ্ধ হয়ে বসে আছি, সেও এরকম অবরোদ্ধ হয়ে বসে থাকুক

 

আন্দোলনকারী নাফিসা আনজুৃম বলেন, আমরা তো তার বাসভবনের সুযোগ সুবিধা বন্ধ করে দেয়নি আমরা চাই না  কোনো শিক্ষক বা ব্যক্তি বিশেষ কেউ তার সাথে দেখা করুক আমাদের শিক্ষার্থীরা মৃত্যুর দিকে দাবিতে হচ্ছেন, আর ওনি(উপাচার্য) ওনার বাসভবনে বসে সকল সুযোগ সুবিধা পাবে সকল মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাত করবে, সেটা আমরা মেনে নিতে পারছি না বাসভবনে  শুধু যাওয়া আসার পথটা আমরা বন্ধ করে দেওয়া উদ্দেশ্য 

 

এসময় আন্দোলনরত শিক্ষার্থী সাদিয়া বলেন, শিক্ষামন্ত্রীর সাথে দুপুরের পর  আলোচনার কথা ছিলো কিন্তু মন্ত্রীর পক্ষ থেকে এখনো আমরা কিছু জানতে পারি নি

 

সংবাদ সম্মেলনের শেষের দিকে ইয়াছির সরকার বলেন, পরিস্থিতি দেখে আমরা ব্যবস্থা নিবো পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমরা আরও কঠোর  ব্যাবস্থা নিতে বাধ্য হবো  কঠোর অবস্থানটি কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "তার  সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিবো "

 

যাযাদি/ এস